বীরেন্দ্র নাথ সিনহা ওরফে বীরেন সিনহা ছিলেন কলকাতার প্রথম বাঙালি স্টাফ ফটোগ্রাফার। তিনি ১৯৩৪ সালের ১ এপ্রিল আনন্দবাজারে যোগদান করেন এবং কাজ করেন ১৯৭১ সাল পর্যন্ত। কর্মজীবনের শুরুতে বীরেন সিনহা তাঁর Zeiss Ikon 4×5 প্লেট ক্যামেরা দিয়েই কাজ করতেন। একজন ভারতীয় চিত্রসাংবাদিক হিসেবে ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনের অনেক বিষয়ই তিনি কভার করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং তার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৯৪১ সালে নেতাজী দেশ ছাড়ার আগে তাঁর এলগিন রোডের বাড়িতে মা এবং দাদার সঙ্গে বসে আছেন, সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন বীরেন সিনহা। দেশে থাকাকালীন এটিই ছিল নেতাজীর শেষ ছবি। মহাত্মা গান্ধীর সঙ্গেও বীরেন সিনহার সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। গান্ধীজি তাকে ‘নকশা বাবু’ বলে ডাকতেন কারণ তিনি ছবি তৈরি করতেন। বীরেন সিনহার ছেলে দেবী প্রসাদ সিনহা জানালেন বাবার মুখে শোনা গল্প।