বাঙালির চিত্রসাংবাদিকতার ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব তারক দাস। তিরিশের দশকে বিভিন্ন কাগজের লিথোগ্রাফ দিয়ে কর্মজীবনের শুরু। এরপর ফুটপাথ থেকে কেনা প্লেট ক্যামেরা নিয়ে বিহার ভূমিকম্পের ছবি তোলার পর আর ফিরে তাকাতে হয় নি। পরবর্তীকালে গান্ধীজী, নেহেরু, রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক ছিল ঘরের ছেলের মতন। নিজের বাবার চিত্রসাংবাদিকতার সেইসব অজানা ইতিহাস শোনালেন চিত্রসাংবাদিক তপন দাস।