জয়ন্ত সাউ
নব্বইয়ের দশকের গোড়াতেই সুদূর জার্মানি থেকে শান্তিনিকেতনের কাছে বিষ্ণুবাটি সাঁওতালি গ্রামে এসে বসবাস শুরু করেন মার্টিন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষার বিস্তারই ভারতের উন্নতি সাধনের একমাত্র উপায়। রবীন্দ্র ভাবনায় এবং শ্রী রামকৃষ্ণের কথামৃত অনুসরণে বিদেশী এই সাহেব সাঁওতালি গ্রামে গড়ে তোলেন ছোট্ট একটি আশ্রমকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। সাঁওতালি বাচ্চা সহ গ্রামের অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির বাচ্চারাও এখানে থেকে শিক্ষা গ্রহণ করে।
বৃদ্ধ মার্টিন তার সারা জীবন এই সাঁওতালি গ্রামে কাটিয়ে দেশে ফিরেছেন সম্প্রতি। এই স্কুল তিনি উৎসর্গ করে গেছেন গ্রামের বাচ্চাদের জন্য, দায়িত্ব নিয়েছেন যারা ছোটো থেকে এই স্কুলেই পড়াশোনা করেছেন। বিদেশী সাহেবের তৈরি এই সাঁওতালি স্কুল আজ পরিচিতি লাভ করেছে বিশ্বের দরবারে।
Excellent report