যশোর রোডের ধারে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরের সারদা পল্লী। বাস স্টপের ধারেই মাটির জিনিসের সারা বাঁধা দোকান। দোকানি পোড়ামাটির দেবদেবী, মাটির সরা, মাটির ঘট, বোতলের পসড়া সাজিয়ে বসে। সামনে দিওয়ালি উপলক্ষে রং ধরেছে দোকানির মাটির প্রদীপে। সারদা পল্লীর ভিতরে প্রায় কয়েক হাজার লোকের বাস। বাড়ির দাওয়ায় সাজানো সারি সারি মাটির প্রদীপ, লক্ষ্মী গণেশ। সারদা পল্লীর এই পাল পাড়া অঞ্চলের নারায়ণ পাল, রাখাল পালেরা এখন ব্যস্ত প্রদীপ আর লক্ষ্মী গণেশ তৈরীতে। বংশানুক্রমিক পৈতৃক ব্যবসা এখনও টিকে রয়েছে কাঠের চুল্লিতে। দিনে কম করে ১০০ - ২০০ প্রদীপ তৈরী হয়। যার লোক বেশি সে বেশি বানায়। এই সব তৈরি হয়ে চলে যায় স্থানীয় বাজারে কখনও কলকাতার বাজারে আবার কখনও মুম্বাই, ম্যাদ্রাস ব্যাঙ্গালোরে। সারাবছর তৈরী হলেও এই কালিপুজো দিওয়ালির সময়ে কাজের চাপ বাড়ে জানালেন সবিতা পাল।