কলকাতার গড়িয়া স্টেশনের গঙ্গাজোয়ার রোডের সারদা পল্লীর বাসিন্দা বছর চল্লিশের দীননাথ পাল। বয়স্ক মা ও দুই বোনের সংসারে একমাত্র উপার্জনকারী দীননাথ পেশায় চা বিক্রেতা। কিন্তু অভাব কখনও দমিয়ে রাখতে পারেনি দীননাথের শখকে। তাই সারদা পল্লীর ১০/১০ ঘরের চারজন মানুষের সংসার প্রায় চাপা পড়তে বসেছে পুরোনো কাগজের স্তুপে। দীননাথ ছোটবেলা থেকেই নিজের দাদুকে দেখেছে পুরোনো জিনিস সংগ্রহ করতে। পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নিজের মা’কেও সে দেখেছে পুরোনো ম্যাগাজিন সংগ্রহ করতে। বংশগতভাবে সেই নেশাই যেন পেয়ে বসে দীননাথকে। ২০ – ২২ বছর বয়স থেকেই শুরু করে পুরোনো খবরের কাগজের সংগ্রহ। আজ যা প্রায় কয়েক হাজারে গিয়ে পৌঁছেচে। ১৯১১ সাল থেকে শুরু করে ১৯৪০ এর আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ম্রৃত্যু, ১৯৪৭ এর দেশ স্বাধীন হওয়ার পর স্টেটসম্যানের প্রথমপাতা, ইন্দিরা গান্ধীর গ্রেফতার এবং আরও অনেক। মলিন লাল হয়ে যাওয়া কাগজের টুকরোকে জোড়া লাগিয়ে, ল্যামিনেশন করে কাগজের রোল বানিয়ে রাখা হয়েছে। কাগজের রোলে চাপা পড়েছে ১০/১০ এর সংসার। দীননাথের বিশ্বাস সংবাদপত্রের মূল্য, ইতিহাস আজকের এই ডিজিটাল যুগে কখনই হারিয়ে যাবার নয়। তাই সে আজও বাড়িয়ে চলেছে তার সংগ্রহ।



