হিমালয়ান ড্রাইভ ৯ শুরু পয়লা এপ্রিল
ট্যুরিজিমের অর্থটা এখন আগের থেকে বেশ অনেকটাই বদলে গেছে। বিভিন্নপ্রকার ট্যুরিজিমের মধ্যে জেনারেশন ওয়াইয়ের মন কেড়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজিম। তাই এখন হাইকিং, সোলো ট্রিপ, বাইক রাইডের পাশাপাশি বেশ জনপ্রিয় হয়েছে কার র্যালি এবং কার ট্যুরিজিমও। পছন্দের মানুষটিকে সঙ্গী করে কোনও এক অজানা অচেনা ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়া; সেইসঙ্গে শুধুমাত্র ম্যাপকে সম্বল করে পাহাড়ি খাদ, পাইনের জঙ্গল, ঝর্ণা, পাহাড়ি জনবসতি, খরস্রোতা নদী পেরিয়ে নতুন পথ, নতুন কোনও ট্যুরিজিম ডেস্টিনেশন আবিস্কারের মজাই আলাদা। আর এই ধরণের মানুষের কথা মাথায় রেখে তাদের আরও উদ্যমী করে তুলতে এবং অ্যাডভেঞ্চার ট্রাভেলারদের বিভিন্ন চাহিদা মেটাতে এগিয়ে এসেছে বেশকিছু বানিজ্যিক সংস্থাও।
বিগত কয়েক বছরের মতন এবছরও শুরু হতে চলেছে জে কে টায়ার হিমালয়ান ড্রাইভ সিজন ৯ । উত্তরবঙ্গের এই অন্যতম জনপ্রিয় এই কার র্যালিটি চলবে আগামী পয়লা এপ্রিল থেকে ৫ই এপ্রিল অবধি। পাঁচদিনব্যাপী এই কার র্যালিটি শিলিগুড়ি থেকে এর যাত্রা শুরু করবে; ডুয়ার্স, মূর্তি নদী হয়ে সিকিম গ্যাংটক সহ প্রায় ৫৯০ কিলোমটার পথ ঘুরে এসে দার্জিলিং-এ এই র্যালি শেষ হবে। র্যালিতে অংশ গ্রহণ করবে প্রায় ৭০ থেকে ৮০টি গাড়ি। এই প্রতিযোগীতাটিতে দুটি বিভাগ রয়েছে; একটি জাতীয় স্তরের প্রতিযোগীদের জন্য এবং অন্যটি ওপেন অর্থাৎ সাধারণ প্রতিযোগীদের জন্য।
এই হিমালয়ান ড্রাইভের উদ্দেশ্যই হল সব ধরনের মানুষের এক যোগসুত্র তৈরি করা, মূলত অ্যাডভেঞ্চার ট্যুরিজিম, কার ট্যুরিজিমকে প্রোমোট করা এবং বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের পর্যটনের বিকাশের মুখ্য বিষয়গুলিকে মানুষের কাছে তুলে ধরা। এছাড়াও এই ধরনের পর্যটনকেন্দ্রিক মোটর স্পোর্টসগুলির মাধ্যমে প্রতিযোগীরা তাদের গাড়ির বিভিন্ন সমস্যা সম্পর্কেও ওয়াকিবহাল হয়ে যান। প্রতিযোগীতা শুরুর আগে গাড়িগুলিকে ভালোমত পরীক্ষানীরিক্ষা করে তবেই অংশ গ্রহন করতে দেওয়া হয়।
জাতীয় স্তরের প্রতিযোগী ছাড়াও যারা সাধারণ স্তরের প্রতিযোগী এবং যারা গাড়ি নিয়েই ঘুরতে ভালবাসেন তাদের ক্ষেত্রে প্রাইজ না পেলেও এই ধরনের প্রতিযোগীতা খুবই উপযোগী। এইধরনের প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে গাড়ির খুটিনাটি তথ্য যেমন জানা যায়, তেমনই পাহাড়ে এবং লং ড্রাইভের খুটিনাটি বিষয়ও জানা যায়।
সুতরাং যাদের অ্যাডভেঞ্চার পছন্দ এবং গাড়ি চালানোটাও নখদর্পনে তারা এখনও রেজিস্ট্রেশন করে নিতেই পারেন জে কে টায়ার হিমালয়ান ড্রাইভ সিজন ৯ এ সংস্থার ওয়েবসাইটে গিয়ে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৯ শে মার্চ পর্যন্ত।
ছবি ও তথ্য সহায়তা – রনদীপ মণ্ডল
Itís difficult to find experienced people for this topic, but you seem like you know what youíre talking about! Thanks