খটখটে খবর থেকে অনেক দূরে
আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু রোজকার খবরের কাগজের পাতায় তা খুবই সামান্য প্রকাশিত হয়। সেইজন্যেই হয়তো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ও ইউটিউবাররা আজকের দিনে এত পপুলার। বৃহৎ সংবাদমাধ্যমে সংস্থার পছন্দমতো ঘটনাই প্রকাশিত হয়। তাতে মূলত রাজনীতি এবং সমকালীন বিষয় বেশি গুরুত্ব পায়। অথচ আমাদের চারপাশে ছোট ছোট এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রকাশ থাকে না। এমনকি সমাজ, সাংস্কৃতিক, সৃজনশীলতার সঠিক বিবরণও সেখানে পাওয়া যায় না | আমাদের উদ্দেশ্য এই ধরণের প্রত্যেকটা বিষয়, ভিস্যুয়াল অ্যানথ্রোপলজি হিসেবে আপনাদের সামনে তুলে ধরা। সংবাদমাধ্যম আসলে একটা আয়না, যার মধ্যে দিয়ে আপনি কোনও বিষয়ে জানতে ও বুঝতে পারবেন।
যে কোনও গণমাধ্যমের উদ্দেশ্য হল, তার নতুন শ্রোতাদের মন জয় করা, পুরনোকে ধরে রাখা এবং নিজেকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়া। তার জন্য সৎ, যথাসম্ভব বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ, ন্যায্য এবং স্বচ্ছ হওয়া। সংবাদমাধ্যমের বর্তমান পরিবেশে এগুলি অর্জন করা কঠিন বলে মনে হতে পারে, তবে একটি সুস্থ, তথ্যপূর্ণ এবং সহনশীল সমাজ গঠনের জন্য এটিকে মেনে চলাই আমাদের উদ্দেশ্য।
যোগাযোগ (Contact) –
মুখ্য সম্পাদক ও প্রকাশক (Editor in Chief) – জয়ন্ত সাউ (Jayanta Shaw)
কার্যনির্বাহী সম্পাদক (Executive editor) – অর্পিতা দে (Arpita Dey)
– contact@prothomdekhaweb.com
– +৯১ ৯০০৭৪৩৪৪৪৪ (+91 9007434444) / +৯১ ৯০০৭৯১৩৯৩০ (+91 9007913930)