সময়ের সাথে মানুষের পছন্দ, ভালোলাগার বিষয়বস্তুগুলোও যেন বদলে যায়। একটা সময় ছিল মানুষ যখন তার নিজের মুখের ছবি আঁকিয়ে রাখতে পছন্দ করতো। বহু প্রাচীনকালেও দেখা গেছে রাজা মহারাজারা নিজেদের এবং পরিবারের সদস্যদের ছবি শিল্পীদের দিয়ে আঁকাতেন। সেক্ষেত্রে রাজা রবি বর্মার কথা আমরা ভুলে যেতে পারি না। বাঙালি চিরকালই বই শিল্প সংস্কৃতি প্রেমী তাই বোধহয় এক্ সময় বইমেলার প্রাঙ্গনে ভিড় জমতে দেখা যেত ছবি আঁকিয়েদের ঘিরে। বরং মোবাইলে লাইভ আর সেলফির জমানায় মানুষের নিজের লাইভ পোট্রেট আঁকানোর আগ্রহও অনেক কমে গেছে। কিন্তু কিছু মানুষ আজও যারা শিল্পের কদর করে তাদেরই কাউকে দেখা গেল এইসব লাইভ পোট্রেট আর্টিস্টদের আশেপাশে নিজেদের ছবি আঁকাতে। তবে এইসব শিল্পীদের জায়গা পায়নি বইমেলা প্রাঙ্গনে বসার, মেলার বাইরে ফুটপাথের ধার ঘেঁষে তারা নিজেদের জায়গা করে নিয়েছেন। পেন কাগজ নিয়ে আশা করে বসে থাকেন এই বইমেলার সময় মানুষের লাইভ পোট্রেট আঁকার। শুধু বইমেলা নয় যে কোন শিল্পানুরাগী মানুষেরই ইচ্ছেমতো সময় তারা তাদের লাইভ ছবি এঁকে দেন আবার মোবাইলে ছবি পাঠালে তাও এঁকে পাঠিয়ে দেন চাহিদা মতো।



